IELTS ছাড়াই সরকারি স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ 2023

আজকে যেইসব সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হবে সেগুলো সেই দেশের সরকার কর্তৃক পরিচালিত ফুল ফান্ডেড স্কলারশিপ। এই পোস্টের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি স্কলারশিপ সম্পর্কে একটু ধারনা পাবেন এবং বিদেশে সরকারি স্কলারশিপ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন এই আশা রাখছি।

বিভিন্ন দেশ বিভিন্নভাবে তাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করছে। এইজন্যে তারা তাদের শিক্ষাব্যবস্থা আরো প্রসারিত করার জন্য বিদেশি শিক্ষার্থীদেরকে স্কলারশিপ সুযোগ করে দিচ্ছে।এভাবে এক দেশ থেকে অন্য দেশে তাদের শিক্ষা সংস্কৃতি প্রসারিত হচ্ছে। শিক্ষার্থীরা তাদের এই প্রসারনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

IELTS ছাড়া বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার বিস্তারিত

  • স্কলারশিপের ধরণঃ ফুল ফান্ডেড
  • সংস্থাঃ সরকারি স্কলারশিপ
  • আর্থিক কভারেজঃ ফুল কভারেজ

বিদেশে সরকারি স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার সুবিধা

সরকারি স্কলারশিপ সবসময়ই সেরা এবং এই স্কলারশিপে একজন শিক্ষার্থী অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। নিচে কিছু সুবিধামূহ তুলে ধরা হলো যা সাধারণত সরকারি স্কলারশিপে যুক্ত থাকে।

  • ফুল টিউশন ফি ব্যবস্থা
  • আংশিক টিউশন ফি ব্যবস্থা
  • টিউশন ফি ছাড়
  • সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
  • ক্যাম্পাসের ভিতরে থাকা-খাওয়ার সুযোগ
  • ছাত্রাবাসে থাকার সুবিধা
  • স্বাস্থ্য বিমার সুবিধা
  • যানবাহন খরচাপাতি
  • রাউন্ড-ট্রিপ বিমান টিকেট সুবিধা
  • লাইব্রেরির একসেস
  • পড়ালেখার জিনিসপত্র কেনার খরচ
  • থিসিস এর জন্য ফান্ড
  • জীবিত ভাতা
  • মাসিক ভাতা

IELTS ছাড়া সরকারি স্কলারশিপের তালিকা

এখন অনেক শিক্ষার্থীই IELTS ছাড়া বিদেশে পড়লেখা করতে যেতে যায়।অনেকের কাছে IELTS কঠিন লাগে আবার অনেকের সুযোগ হয়না করার।তাই আমরা যেইসব দেশে IELTS ছাড়া স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া যায় তার তালিকা নিচে তুলে ধরেছি।

  1. কানাডা সরকার স্কলারশিপ
  2. চায়না সরকার স্কলারশিপ
  3. কুরিয়া সরকার স্কলারশিপ
  4. জাপান সরকার স্কলারশিপ
  5. তুর্কি সরকার স্কলারশিপ
  6. জার্মানি সরকার স্কলারশিপ
  7. মালয়েশিয়া সরকার স্কলারশিপ
  8. ব্রিটিশ সরকার স্কলারশিপ
  9. থাইল্যান্ড সরকার স্কলারশিপ
  10. কাতার সরকার স্কলারশিপ
  11. সিঙ্গাপুর সরকার স্কলারশিপ
  12. ব্রুনাই সরকার স্কলারশিপ
  13. রোমানিয়া সরকার স্কলারশিপ
  14. সুইডেন সরকার স্কলারশিপ
  15. বেলজিয়াম সরকার স্কলারশিপ
  16. হাঙ্গেরি সরকার স্কলারশিপ

এখন এই স্কলারশিপগুলো নিয়ে আলেচনা করা যাক

চায়না সরকার স্কলারশিপ

চায়নায় কিছু স্কলারশিপের সুযোগ আছে যেগুলো IELTS স্কোর দরকার হয়না।নিচে কয়েকটি তুলে ধরা হলো।

  • Shanghai Government Scholarships
  • Beijing Government Scholarships
  • Anso Scholarships
  • MOFCOM Scholarships
  • Chinese Government Scholarships

IELTS ছাড়া কানাডা সরকার স্কলারশিপ

IELTS ছাড়া কানাডা যাওয়ার জন্য কানাডা সরকার নিচের স্কলারশিপগুলোর সুযোগ করে দিয়েছে।

  • OAS Regular Program for Academic Scholarships
  • Canada Graduate Scholarships
  • Banting’s Doctoral Fellowships

    IELTS ছাড়া জাপান সরকার স্কলারশিপ

    • Japanese Government Scholarships
    • MEXT undergrad Scholarships

    IELTS ছাড়া তুর্কি সরকারের স্কলারশিপ

    • Tukiye Government Scholarships
    • Tukiye Burslari

    জার্মান সরকার স্কলারশিপ

    DAAD স্কলারশিপ হলো জার্মানি সরকার এর সবচেয়ে পুরস্কৃত এবং খুব সম্মানজনক স্কলারশিপ।সকল প্রোগ্রামে আপনি এই স্কলারশিপ পেতে পারবেন। এটি পেলে আপনি আপনার পড়ালেখার যাবতীয় খরচাদি মেটাতে পারবেন।

    মালয়েশিয়া সরকার স্কলারশিপ

    মালয়েশিয়া সরকার তাদের শিক্ষা মানোন্নয়নে দেশীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের স্টুডেন্টের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে।নিচে তা দেওয়া হলো

    • Malaysia Government Scholarships
    • Malaysia International Scholarships (MIS)

    থাইল্যান্ড সরকার স্কলারশিপ

    থাইল্যান্ড সরকার IELTS ছাড়া নিচের স্কলারশিপগুলোর ব্যবস্থা করেছে

    • Thai Government Scholarships (TIPP)
    • Thai SIIT Scholarships
    • Royal Thai Government Scholarships

    ব্রিটিশ সরকার স্কলারশিপ

    IELTS ছাড়া ব্রিটিশ সরকারের কোনো স্কলারশিপ প্রোগ্রাম নেই।তবে আপনি যদি নিচের স্কলারশিপগুলো জিততে পারেন তাহলে অনেক সুযোগ সুবিধা পাবেন।

    কাতার সরকার স্কলারশিপ

    কাতার সরকার কর্তৃক পরিচালিত স্কলারশিপগুলোতে আপনি Bachelor’s, Master’s, and Ph.D. degree এর জন্য আবেদন করতে পারবেন।এগুলো হলো

    •  Qatar Government Scholarships.
    • Doha Institute for Graduate Studies (Tamim Scholarships).
    • Qatar Foundation Scholarships.
    •  Hammad Bin Khalifa University Scholarship 2023 Qatar.
    • QAPCO Scholarships.
    • Qatar University Scholarships.
    • Doha Institute for Graduate Studies (Sanad Scholarship)
    • Qatar Airways Scholarships.

    সিঙ্গাপুর সরকার স্কলারশিপ

    বিশ্বের উন্নত ও উচ্চ ইকোনোমিক দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম।শত শত শিক্ষার্থীর ইচ্ছা থাকে সিঙ্গাপুরে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার।তাদের জন্যই সিঙ্গাপুর সরকার স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছেন।নিচে স্কলারশিপগুলোর নাম তুলে ধরা হলো

    • National University of Singapore Scholarships (NUS)
    • Singapore Government Scholarships
    • Singapore International Graduate Award (SINGA)

    রোমানিয়া সরকার স্কলারশিপ

    ইউরোপ সিটিজেন ছাড়া অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রোমান সরকার স্কলারশিপের সুযোগ করে দিয়েছে।আপনি এই স্কলারশিপ গুলোতে ডিগ্রি লেভেলে আবেদন করতে পারবেন।আবেদন লিংক

    Leave a Comment