সিজিপিএ ৩.৫ এ প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চ শিক্ষা সহায়তা তহবিলের আওতায় পিএইচডি বৃত্তি

গবেষণা ও জাতীয় চাহিদার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী “প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চ শিক্ষা সহায়তা তহবিল” থেকে প্রতি বছর গবেষকদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জন্য বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চ শিক্ষা সহায়তা তহবিল নীতিমালার আওতায় ২০২৪ সালের বৃত্তি প্রদানের উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে অবস্থিত বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠান হতে নীতিমালায় উল্লিখিত বিষয়সমূহে পিএইচডি ডিগ্রী অর্জনের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

  • (ক) অর্থনীতি/সামাজিক বিজ্ঞান
  • (খ) জীব বিজ্ঞান
  • (গ) ফার্মেসী, চিকিৎসা বিজ্ঞান ও কমিউনিটি মেডিসিন
  • (ঘ) ভৌত বিজ্ঞান
  • প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান
  • (চ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • (ছ) খাদ্য, কৃষি ও সমুদ্র বিজ্ঞান
  • (জ) কলা/মানবিক
  • (ঝ) বাণিজ্য
  • (ঞ) আইন
  • (ট) জলবায়ু ও পরিবেশ বিজ্ঞান
  • (ঠ) মহাকাশ বিজ্ঞান।

আবেদন শেষ কবে

আবেদনকারীকে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ও মার্কশিটগুলোর সত্যায়িত কপিসহ আবেদনপত্র রেজিস্ট্রিকৃত ডাকযোগে ৩১/৩/২০২৪ তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই ‘প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা তহবিল পিএইচডি বৃত্তি আবেদন’ লিখতে হবে।

Details Link: Visit Here

বিস্তারিত দেখুন