আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩

আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ (প্রকাশিত)

উচ্চশিক্ষার পথে শ্লোগান নিয়ে মেধাবী ও দারিদ্র্য শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়ে গেলো আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩

দেশজুড়ে শরীয়াহভিত্তিক ব্যাংকিং-এর আলো ছড়ানো এবং অসচ্ছল পরিবারে উচ্চশিক্ষা পৌঁছে দিতে আবারও এগিয়ে এলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২০২১ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও উচ্চশিক্ষা আর্থিক সহায়তা প্রত্যাশীরা শিক্ষাবৃত্তি গ্রহণ করে তাদের শিক্ষাকার্যক্রম চালাতে পারবে।

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা

বিভাগবি শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রেসিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে
বিজ্ঞান বিভাগজিপিএ ৫.০০জিপিএ ৪.৮০
অন্যান্য বিভাগজিপিএ ৪.৮০জিপিএ ৪.৫০

বৃত্তির পরিমাণ ও সময়কাল

শিক্ষা স্তরসময়কালমাসিক বৃত্তি (টাকা)এককালীন অনুদান (টাকা)
স্নাতক৩-৫ বছর (নবায়নযোগ্য)৩৫০০ টাকা৮০০০ টাকা

বৃত্তির জন্য আবেদনের নিয়মাবলি

  • যে সকল শিক্ষার্থী সরকারি বৃত্তি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য বিবেচিত হবেন না।
  • গ্রামীণ/অনগ্রসর, আদিবাসী এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৭০ ভাগ নির্ধারিত থাকবে।

  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শতকরা ৫ ভাগ বৃত্তি সংরক্ষিত থাকবে।
  • যে সকল আবেদনকারীর পিতা-মাতা/অভিভাবকের বার্ষিক আয় (মাসিক ২০,০০০/-টাকা হিসাবে বাৎসরিক) ২,৪০,০০০/- দুই লক্ষ চল্লিশ হাজার) টাকার উর্ধে তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
  • ২০২১ সালের এইচ. এস. সি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে/সরকারি কলেজ অধ্যয়নরত ও উপরোক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
  • বর্ণিত যোগ্যতা এবং শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুনঃ Italian Government Scholarships in Italy 2023-24 Fully Funded Opportunities at University of Bologna

  • সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে এবং অনলাইনে একাধিক আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • আগামী ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে অনলাইনে https://www.aibl.com.bd/scholarship আবেদন করতে হবে।
  • যে সকল শিক্ষার্থী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের কাছে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক/সমমান পর্যায়ে ভর্তির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

আরও পড়ুনঃ ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি ২০২৩, আবেদন এর শেষ তারিখ ৩১ মে

Also read: মাসিক ৯৯ টাকায় ব্লগিং এর জন্য সেরা BDiX Deal

One thought on “আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ (প্রকাশিত)

Leave a Reply