সাইন্সের সাবজেক্ট কি কি

সাইন্সের সাবজেক্ট কি কি ?


আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব ” সাইন্সের সাবজেক্ট কি কি ” এই টপিকটি নিয়ে।

 সাইন্স গ্রুপের সাবজেক্ট মোট ৪ টি। এর মধ্যে অপশনাল সাবজেক্ট হচ্ছে একটি।

সাবজেক্ট গুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গনিত।

সাইন্সের সাবজেক্ট কি কি (অপশনালগুলো)

ছেলেদের জন্যে অপশনাল সাবজেক্ট গুলো হচ্ছে উচ্চতর গণিত/জীববিজ্ঞান/ কৃষি এবং মেয়েদের জন্যে অপশনাল সাবজেক্ট হচ্ছে উচ্চতর গণিত/জীববিজ্ঞান/ গার্হস্থ্য এই তিনটি সাবজেক্ট এর মধ্যে যেকোনো একটি।

আপনাদের জন্যে বরাদ্দ এই সাবজেক্ট গুলোর মধ্যে একটি হবে অপশনাল সাবজেক্ট। 

তাহলে এসএসসি/SSC সাইন্সের সাবজেক্ট মোট কতটি?

আপনার সর্বমোট সাবজেক্ট হচ্ছে ১০ টি

১. পদার্থবিজ্ঞান 

২. রসায়ন

৩. উচ্চতর গণিত /জীববিজ্ঞান/ কৃষি (ছেলে)/ গার্হস্থ্য(মেয়ে)।এগুলোর মধ্যে যেকোনো দুইটি(১টি অপশনাল হবে)

৪. বাংলা ১ম ও ২য় পত্র

৫. ইংরেজি ১ম ও ২য়

৬.. সাধারন গণিত

৭.. বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৮. ধর্ম ও নৈতিক শিক্ষা

৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ 🖤।

পোস্টটি লিখেছেনঃ Marjia Haq

আরও পড়ুনঃ Success Story: 3000£ স্কলারশিপসহ University of Greenwich UK তে Redwan Rafid

Leave a Reply