Success Story: 3000£ স্কলারশিপসহ University of Greenwich UK তে Redwan Rafid

⚠️দীর্ঘ ১৮ মাসের কঠিন সাধনার পর অবশেষে আমার জীবনের নতুন একটি অংশের প্রথম ধাপে বলা চলে যে আমি সফল।

🫣গল্পের শুরু হয়েছিল ২০২১ সালে এইচএসসি পরীক্ষার আগে। আমি বুঝতে পারি যে এদেশে আমি আমার প্রিয় বিষয়ে পড়াশুনা করে ভালো জ্ঞান অর্জন করতে পারবো না। তাই মনে মনে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বিদেশে চলে যাব যাতে কোয়ালিটি এডুকেশন গ্রহণ করতে পারি।পরিবারের সবাইকে রাজি করাতে করাতে সময় হয়ে যায় ২০২২ এর ফেব্রুয়ারি। তারপর রেজাল্ট আসে। আলহামদুলিল্লাহ প্রতি বোর্ড পরীক্ষার মতো এবারো সর্বোচ্চ ফলাফল করে উত্তীর্ণ হই বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে।

এরপর খোঁজে লেগে যাই শুরু কিভাবে করতে হবে। কী কী পরীক্ষা দিতে হবে। প্রিপারেশন কীভাবে নিতে হবে। কোন এজেন্সীর মাধ্যমে এপ্লাই করলে ভালো হয়।আরো যা যা আছে সব।এরপর সময় গড়িয়ে আসে ২০২২ এর আগস্ট মাস। IELTS এর বই কিনে শুরু করি পড়াশোনা। আগস্ট এর ৯ তারিখে গিয়ে পরীক্ষার ডেট নিয়ে আসি সেপ্টেম্বর এর ৩ তারিখে। খুব দ্রুত পরীক্ষা দেওয়ার কারন ছিল ২০২৩ এর জানুয়ারি ইনটেক এ অস্ট্রেলিয়াতে এপ্লাই করতে চাচ্ছিলাম। তাই ওই এক মাস mentors এ মক টেস্ট দিয়েছিলাম ১৫ টা। বাকি পড়াশুনা সব নিজেই। আলহামদুলিল্লাহ আমার ফলাফল আসে অভারল 7.5।

এরপর এতদিনের অভিজ্ঞতা থেকে জানতে পারি যে PFEC Global আস্ট্রেলিয়াতে এপ্লাই করার জন্য রিলায়েবল। যাই গিয়ে এপ্লাই করি। Swineburn University of Technology তে। অফার লেটার আসলো। এরপর আস্ট্রেলিয়াতে এপ্লাই করার জন্য কাগজে টাকার স্বচ্ছতা বেশি থাকা লাগে। কিন্তু ৪০ লাখ টাকা নিয়ে তো আমার পরিবার বসে নেই যে তারা এটা ব্যাংক এ রেখে দিবে। এখনকার ব্যাবসার অবস্থা এদেশে সবার জানা। তাও ডিসেম্বর অব্দি চেষ্টা করে গেলাম। কোনোভাবেই হলো না। সাহায্য করার মতো ও কেউ ছিল না। উপরে আল্লাহ আর নিচে মা বাবা ছাড়া। তাই আর যাওয়া হয়ে উঠে নি সেখানে।হাল ছেড়ে দেই নি। ভেংগে পড়েছিলাম অনেক। পথ দেখানোর মতো কেউ ছিল না। বাবা মার বড় সন্তান আমি। তাই তাদের ও এই ব্যাপারে অনেক বেশি জানা ছিল না।

☢️তখন আমি জানতে পারি যে ইউকে তে এপ্লাই এর ব্যাংক স্টেটমেন্ট বিভিন্ন ব্যাংক দিয়ে থাকে। আব্বুর ব্যাবসার খাতিরে ব্যাংক এ লেনদেন থাকায় খুব সহজেই সেটা ব্যাবস্থা হয়ে যায়। জানুয়ারি তে সিদ্ধান্ত নেই ইউকে ই সই। এরপর এজেন্সীর খবর নিতে গিয়ে TCL Global এর খবর পাই। বাসা থেকেও কাছে ছিল। রিলায়েবল ও ছিল। সেখানে নুসাইবা আপু আমাকে সবকিছুতে হেল্প করে শেষ অব্দি। যা আগে কোন এজেন্সি থেকেই আমি পাই নি।গিয়েছিলাম অনেক জায়গায়। ১০ তারিখে ৪ টা ভার্সিটি তে এপ্লাই করি।

University of Greenwich

University of Huddersfield

De Mont fort University

Hertfordshire University

আলহামদুলিল্লাহ সবগুলো থেকেই আমার অফার লেটার আসে। সবচেয়ে দ্রুত মাত্র একদিনের মধ্যে সরাসরি আনকন্ডিশনাল অফার লেটার আসে University of Greenwich থেকেই। আর এখানকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনা অন্যগুলোর তুলনায় বেশি ভালো ছিল। আপু আর আমি দুইজনেই অবাক। মাত্র একদিনে অফার লেটার এর আগে খুব কম ই তারা আনতে পেরেছিল। যেহেতু আমার সব ফলাফল ভালো ছিল। তাই সম্ভব হয়েছে হয়তো আলহামদুলিল্লাহ। এরপর আস্তে আস্তে এক পা দু পা করে সামনে এগোতে এগোতে এখন আমি সেই স্বপ্নের বিদেশে যাওয়ার আর অল্প কিছুদিন বাকি।

🟢জানি না এরপর ভাজ্ঞে কি আছে। আল্লাহ এই পর্যন্ত যখন নিয়ে এসেছে, এর শেষ ও একদিন হবেই ইন শা আল্লাহ। অনেকে অনেক কথা বলেছিল। পাবলিকে পরীক্ষা দেই নি বলে শুনতে হয়েছিল যে টিকবে না দেখে পরীক্ষা দিচ্ছে না। অথচ জীবনে আমার কোন পরীক্ষায় আমি ব্যার্থ হইনি। তাও কিছু কথা তো মানুষ বলবেই। এখন সেগুলো তোয়াক্কা করে কার লাভ হয়েছে!

✅তো সবাইকে শুধু এটা বলতে চাই যে স্বপ্ন দেখা ভুল কিছু না। সবার দেখার অধিকার আছে। আর লেগে থাকলে আজ নাহয় কাল তা পুরন হবেই। আর ব্যার্থতায় ভেংগে না পড়ে যে সফলতা পেয়েছে, সে কীভাবে জানবে সফল হওয়ার আনন্দ কী! শুধু আশেপাশে এমন মানুষজন রাখবে যারা তোমাকে সাপোর্ট করবে সব পরিস্থিতিতে। ভুল হলে পথ দেখিয়ে দিবে। আমার বেলায় আমার দৃড় স্তম্ভ ছিল আমার মা। তাই ওইরকম একজন হলেই দুনিয়াটা জিতে আনা যায়।

✅আমার পথ সবে শুরু। জানি আরো অনেক দূর যাওয়া বাকি। তো সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। যাতে আমি আমার লক্ষ্যে পৌছাতে পারি একদিন ইন শা আল্লাহ। আর 🚫কারো এইসব ব্যাপারে যেকোন ধরনের হেল্প লাগলে একদমি ফ্রি ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো সবাই। আমি জানি কারো হেল্প পাওয়াটা এই সময়ে কতটা গুরুত্বপূর্ণ। 🚫তো আশা করি কেউ নিরাশ হবে না আমার কাছে এসে।

Also read: Italian Government Scholarships in Italy 2023-24 Fully Funded Opportunities at University of Bologna

🤭ধন্যবাদ সবাইকে এতোটুকু সময় দেওয়ার জন্য

Redwan Rafid Facebook


Scholarship Details

Institution:University of Greenwich

Course:Beng Honours Mechanical Engineering

Course Duration : 3 Years

Course Fee: 16150£(1 year cost)

Scholarship: 3000£

Remaining Fee: 7075£

Initial Deposit :3000£

Second deposit : 3075£

September 2023 intake

Initial Application : 10th February

Direct Unconditional Offer: 11th February

FEE Deposit: 23rd February

Applied CAS: 29th March

Got CAS Shield: 30th March

Bank statement :35 Lakhs BDT: 17th April

Medical Date: 11th May

Second Deposit: 1st June

Got Final CAS: 6th June

Online Visa Application: 8th June

Biometric Date : 13th June

BRP: 17th June

Passport Collection mail: 18th June

Passport Collected: 19th June

Flight: 13th August

Class Starts: 11th September

IELTS AT SEPTEMBER 3rd,2022